চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ ১ বছর বাড়াল ভারত

বিশ্বের শীর্ষ চিনি উৎপাদনকারী দেশ ভারত। এবার ভোগ্যপণ্যটি রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১ বছর বাড়াল দেশটি। চলতি মাস থেকে শুরু হয়ে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত তা কার্যকর থাকবে। শুক্রবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

- Advertisement -

শীর্ষস্থানীয় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে চিনি রপ্তানি নিষিদ্ধ করে ভারত। চলতি মাসের শেষ পর্যন্ত তা বহাল ছিল। মূলত, অভ্যন্তরীণ বাজারে খাদ্যপণ্যটির দামে লাগাম টানতে এ সিদ্ধান্ত নেয় তারা।

- Advertisement -google news follower

এর আগে রেকর্ড চিনি রপ্তানি হয়। এতে ভারতজুড়ে ভোগ্যপণ্যটির মূল্য বেড়ে যায়।

চলতি বছর ভারতে রেকর্ড পরিমাণ চিনি উৎপাদনের আশা করা হচ্ছে। এমনটি হলে ৮ মিলিয়ন টন ভোগ্যপণ্যটি রপ্তানির অনুমতি দিতে পারে তারা। চলতি মাসে সরকার ও শিল্প কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM