বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে শুরু হলো শেখ কামাল অনূর্দ্ধ-১৮ জোনাল ক্রিকেট টূর্ণামেন্ট ২০২২-২৩। চট্টগ্রামে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ এবং বন্দর স্পোর্টস কমপ্লেক্স মাঠে ১ম দিনে অনুষ্ঠিত হলো ২টি খেলা।
সকালে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ক্রিকেট কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক জি.এম. হাসান।
মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত লক্ষ্মীপুর ও সিলেট জেলার মধ্যে খেলায়, সিলেট জেলা ৩ উইকেটে জয় লাভ করে। এছাড়া চট্টগ্রাম বন্দর মাঠে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া বনাম হবিগঞ্জের মধ্যে খেলায় হবিগঞ্জ জেলা ৩ উইকেটে জয়লাভ করেছে।
জেএন/ফও/এমআর