নগরীর বায়েজিদ থানাধীন কলাবাগান ডেবারপাড় বাংলাবাজার এলাকায় পাহাড় ও টিলা কাটায় বাব-ছেলের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।
আজ বুধবার দুপুরে সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন বাদী হয়ে বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করেন।
আসামিরা হলেন-খুলশী থানার টিএন্ডটি কলোনী বাই লেইন পূনবার্সন এলাকার মিথুন আলীর পুত্র আবদুল হক (৬৫) ও তাঁর ছেলে মোঃ মজিবুল হক (৩২)।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন বলেন, আমরা আজ দুপুরে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করি। এসময় দেখা যায় পাহাড় কাটার সময় ৫/৬ জন দৈনিক ভিত্তিক শ্রমিক কর্মরত ছিলো। পরিবেশ অধিদপ্তর ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেলেও পাহাড় ও টিলা কেটে ও স্থাপনা নির্মাণ কাজের ইনচার্জ মোঃ মুজিবুল হককে আটক করা হয়।
স্থাপনা নির্মানণর সময় আনুমানিক দৈর্ঘ্য ৪০ ফুট গ্রন্থ ১৫ ফুট উচ্চতা ১০ফুট পরিমান পাহাড় ও টিলা কাটছে।
জেএন/এফও/এমআর