চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘বি’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এই ইউনিটে ৪৪ দশমিক ৪৫ শতাংশ ভর্তিচ্ছু উত্তীর্ণ হয়েছেন। ফেল করেছেন ৫৫ দশমিক ৫৫ শতাংশ।
রোববার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছিল ২৭ হাজার ৬৪৮ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেন ১২ হাজার ২৯০ জন।
পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.cu.ac.bd) থেকে জানা যাবে। এছাড়া CU KHA টাইপ করে রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ভর্তিচ্ছুরা ফলাফল জানতে পারবেন।
এ বিষয়ে চবির ডেপুটি রেজিস্টার (একাডেমিক) এস এম আকবর হোসেন জয়নিউজকে বলেন, উত্তীর্ণ ভর্তিচ্ছুরা কোন বিষয়ে পড়তে আগ্রহী তা আগামী ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটে পূরণ করতে পারবেন।
জয়নিউজ/শহীদ