চট্টগ্রামে গেল একদিনের ব্যবধানে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত বেড়েছে তিনগুন। আগের দিন চট্টগ্রাম জেলা ও মহানগরী মিলে মাত্র একজনের শরীরে ভাইরাসটি ধরা পড়লেও সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ জনের শরীরে এর অস্তিত্ব মিলেছে।
তবে আগের দিনের মতোই গেল ২৪ ঘন্টায় জেলায় কারো মৃত্যু হয়নি। চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত আজ বৃহস্পতিবারের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর নয় ল্যাবরেটরি এবং এন্টিজেন টেস্টে গতকাল ১০২ জনের নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত তিনজনই চট্টগ্রাম শহরের বাসিন্দা। গেল ২৪ ঘন্টায় চট্টগ্রামে শতকরা করোনা পজেটিভ হার ২ দশমিক ২৫ শতাংশ।
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৪৭১ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৪ হাজার ৪০১ জন এবং গ্রামের ৩৫ হাজার ৭০ জন।
করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, আক্রান্ত তিনজনের একজন চট্টগ্রাম নগরীর বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে এবং বাকি ২ জনের পজেটিভ আসে শেভরন হাসপাতাল ল্যাবে।
জেএন/পিআর