দেশজুড়ে ডেস্ক : কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে স্থানীয় এক মৎস্যজীবীর বড়শিতে উঠে এসেছে প্রায় ৬২ কেজি ওজনের একটি বাগাড় মাছ। মাছটির দর উঠে লাখ টাকা।
বৃহস্পতিবার রাতে মাছটি ধরা পড়েছে। রাত ১০টার দিকে নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেটের কাছে মাছটি নিয়ে গেলে উৎসুক জনতা দেখতে ভিড় জমান। অনেকর মুখেই তখন শোনা গেছে, আহ! কি ভাগ্য..বড়শির এক টোপে লাখ টাকা উপার্জন।
নাগেশ্বরী উপজেলার বানুরখামার এলাকার বাসিন্দা হানিফ আলী নামে এক মাছ বিক্রেতা মাছটি চিলমারী থেকে কিনে নেন।
হানিফ জানান, চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বড়শিতে মাছটি ধরেছেন স্থানীয় এক মৎস্যজীবী। তিনি তার কাছ থেকে মাছটি কিনে এনেছেন। মাছটি কেটে ১৬শ টাকা কেজি দরে বিক্রি করবেন বলে জানান।
হানিফের দাবি অনুযায়ী, ৬২ কেজির মাছটির দাম দাঁড়ায় প্রায় লাখ টাকা। শুক্রবার নাগেশ্বরী বাজারে মাছটি বিক্রি করবেন বলে জানান হানিফ।
জেএন/পিআর