হাজারীরচর জ্ঞানাঙ্কুর বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে নানা আনুষ্ঠানিকতায় বোয়ালখালী উপজেলার হাজারীরচর জ্ঞানাঙ্কুর বিহারে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

শুক্রবার (৪ নভেম্বর) বিহারগুলোর দায়ক দায়িকাদের আয়োজনে সকাল থেকে শুরু হয় দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব। এ উপলক্ষে দূর দূরান্ত থেকে পুণ্য সঞ্চয়ী করার জন্য শতশত পুণ্যার্থীরা বিহারে সমবেত হন।

- Advertisement -google news follower

সকালে বুদ্ধ কীর্তন সহকারে প্রভাত ফেরি, বুদ্ধ পূজা, প্রয়াত বিদর্শন সাধক শ্রীমৎ ধর্মশ্রী মহাথের’র ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি মন্দিরে পুষ্পমাল্য অর্পণ, অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান, স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অধ্যাপক বিপুলানন্দ মহাথের। প্রধান অতিথি ছিলেন ভিক্ষু মহাসভার মহাসচিব শ্রীমৎ বোধি মিত্র মহাথের। বিকেলে কঠিন চীবর দানের তাৎপর্যপূর্ণ আলোচনা সভা ভিক্ষু মহাসভার সহ-সভাপতি শ্রীমৎ জ্ঞানানন্দ মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন শ্রীমৎ শীলভদ্র মহাথের। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, কাউন্সিলর মো.জাহাঙ্গীর আলম ও মহিলা কাউন্সিলর শাহনাজ পারভীন নিলু।

- Advertisement -islamibank

বিহার পরিচালনা কমিটির সহ-সভাপতি শিক্ষক অরুপ বড়ুয়া ও টিকলু বড়ুয়ার যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সভাপতি আশীষ বড়ুয়া। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ বড়ুয়া।

সন্ধ্যায় বিশ্ব শান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ফানুস উত্তোলন ও রাতে গ্রামের শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM