চট্টগ্রামে ৯৪ হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় বসছে আজ

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা আজ রোববার শুরু। সকাল ১১ টায় শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা হবে। চট্টগ্রামে ২৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৩ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

- Advertisement -

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, চট্টগ্রামে ৪৫ হাজার ৩৩৯ জন ছাত্র এবং ৪৮ হাজার ৫৪৩ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিবে। এবার গত বছরের তুলনায় ৭ হাজার ২১৩ জন পরীক্ষার্থী কমেছে। ১১১টি কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা।

- Advertisement -google news follower

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম জেলায় (নগরসহ) ৬৮ হাজার ৯৯৬ জন, কক্সবাজারে ১১ হাজার ৪৫৪ জন, রাঙ্গামাটিতে ৫ হাজার ১১৫ জন, খাগড়াছড়িতে ৫ হাজার ৪৭১ জন, বান্দরবানে ২ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে মানবিক বিভাগ থেকে ৪১ হাজার ৯৮৮ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৩ হাজার ২১৯ জন, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের ৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করবে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ৮টি বিশেষ ভিজিল্যান্স টিম ও ৫০টি সাধারণ ভিজিল্যান্স টিম কাজ করবে।
জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM