বন্যহাতির আক্রমণে পাহাড়ির মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে চিংথা থুই নামে ৪৫ বছর বয়সী এক পাহাড়ির মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের ফাদুবাগানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -

স্থানীয়রা জানান, লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ফাদুবাদানপাড়া এলাকায় বন্যহাতির দল তাণ্ডব চালায়। এ সময় বন্যহাতির আক্রমণে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় পাহাড়ি চিংথা থুইকে হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তার মৃত ঘোষণা করে।

- Advertisement -google news follower

স্থানীয় ফাইতং ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, বন্যহাতির একটা দল প্রায় সময় খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে। ফাইতং ও ফাসিয়াখালী দুটো ইউনিয়নের পাহাড়ি এলাকাগুলোতে বিচরণ করতে দেখা যায় ৭-৮টি হাতি।

বন্যহাতির আক্রমণে পাহাড়ি জনগোষ্ঠীর একজনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে লামা থানার ওসি শহীদুল ইসলাম জানান, নিহতের লাশ হাসপাতালে রয়েছে।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM