পরিবহন শ্রমিকদের ধর্মঘটের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘ডি’ইউনিটের ভর্তি পরীক্ষা। সোমবারও (২৯ অক্টোবর) পূর্বনির্ধারিত সময়ানুযায়ী ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোববার (২৮ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী জয়নিউজকে বলেন, ভর্তি কমিটির সভায় পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজকে পরীক্ষা হয়েছে। কালও এতে ধর্মঘটের প্রভাব পড়বে না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবারের বিজ্ঞান অনুষদের অধীনে ‘এ’ইউনিটে মোট আবেদন করেছিল ৪৪ হাজার ৪৩১ জন ভর্তিচ্ছু। সে হিসাবে সোমবারই সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থীর আগমন ঘটছে চবিতে।
এদিকে রোববার থেকে আট দফা দাবিতে ধর্মঘট ডাকে পরিবহন শ্রমিকরা। শনিবার বিকেলে এক জরুরি সভায় রোববারের পরীক্ষা চালিয়ে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে অনুযায়ী রোববার সুষ্ঠুভাবেই ‘ডি’ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জয়নিউজ/জুলফিকার