চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান করইয়ানগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষা ভবনের একটি সিঁড়িতে রেলিং না থাকায় শিক্ষার্থীদের উপরে উঠা-নামা করতে হয় ভয়ে ভয়ে। নিজেদের অসুবিধার কথা জানিয়ে দ্রুত একটি রেলিং স্থাপনের জন্য কর্তৃপক্ষ বরাবরে আবেদন করেছিলেন ওই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। অবশেষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের তড়িৎ উদ্যেগে সিঁড়িতে রেলিং দেওয়া হয়েছে।
স্কুলের শিক্ষকরা জানান, সিঁড়িতে রেলিং না থাকায় ছাত্র-ছাত্রীরা ঝুঁকিপূর্ণভাবে ভবনে উঠা নামা করতো। শিক্ষার্থীরা এ বিষয়ে স্কুল কমিটির কাছে আবেদন করেন। মাত্র দুদিনের মধ্যে ঝুঁকিপূর্ণ সিঁড়িতে রেলিং বসিয়ে ছাত্র-ছাত্রীদের মন কেড়ে নেন বিদ্যালয় পরিচলনা কমিটির সফল সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন।
স্কুল শিক্ষার্থী হেলাল, শফি, সাদিয়া বলেন, রেলিং না থাকায় সিঁড়ি দিয়ে নামতে ভয় লাগতো। স্কুল পরিচালনা কমিটি দ্রুত রেলিং নির্মাণ করে দেওয়ায় এ ঝুঁকি কেটেছে।
জেএন/এফও/এমআর