চট্টগ্রামে কেজি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে নতুন আলু!

অর্থ-বাণিজ্য ডেস্ক : গেল কয়েকদিন ধরে চট্টগ্রামের কাঁচাবাজারগুলোতে দেখা মিলছে নতুন আলুর। তবে ক্রেতার চাহিদা অনুপাতে চড়া দাম হাকছেন বিক্রেতারা। প্রতি কেজির দাম চাইছে ১৫০ টাকা। তবে বেশি কিনলে ১৩০ টাকাও দাম চাইছে কেউ কেউ।

- Advertisement -

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজার,কাজিড় দেউরি,চাক্তাই ও বক্সিরহাট বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

- Advertisement -google news follower

চাক্তাই কাঁচা বাজারে তরকারি বিক্রেতা আব্দুর রশিদ ৫ কেজি আলু প্যাকেজে বিক্রি করছেন ৬৫০ টাকায়। তবে খুচরা নিলে কেজি ১৫০ টাকা রাখা যাবে বললেন।

নতুন আলুর দাম এত বেশি হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘নতুন দেখেই দাম বেশি। পরে সেই ৩০ টাকায় বিক্রি হবে।

- Advertisement -islamibank

এদিকে বক্সিরহাট বাজারে সুরুজ মিয়াও নতুন আলু বিক্রি করছেন কেজি ১৫০ টাকায়। দাম বেশি,কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা এখন পাইকারি বাজার থেকে ১২৫ টাকায় কিনেছি। আনার খরচ পড়ে ১০-১৫ টাকা পড়ে। সব মিলিয়ে একটু লাভ রেখে বেচতে হয়।

কাজিড় দেউরি বাজারের আরেক বিক্রেতা মনির হোসেন বলেন, সারা বাজার খুঁজে দেখেন নতুন আলু পাবেন না। আমার কিছু নির্দিষ্ট ক্রেতা আছেন। তাদের জন্য ৫ কেজি ১০ কেজি করে আনি।

পাইকারীতেও দাম কম নেই। যে দামে আনি তার থেকে সামান্য লাভ রেখে বিক্রি করি। তিনি নতুন আলু বিক্রি করছেন কেজি ১৫০ টাকায়।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM