চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ৪ ডিসেম্বরের মহাসমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ গণজমায়েত। দীর্ঘ একদশক পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম আসছেন। এটি চট্টগ্রামবাসীর কাছে গৌরবের একটি দিন। মাননীয় প্রধানমন্ত্রীর আগমনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা এখন উজ্জীবিত উৎফুল্ল। এই মহাসমাবেশ শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এই মহাসমাবেশ হবে চট্টগ্রামের সংস্কৃতি, ঐতিহ্য তুলে ধরা এবং দেশপ্রেমিক লোক জীবনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এক গণজাগরণ।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন ও পলোগ্রাউন্ডের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে উত্তর কাট্টলী এলাকায় উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামীলীগ ও ইউনিট আওয়ামীলীগের উদ্যোগে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু র সভাপতিত্বে যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আকবরশাহ থানা আওয়ামী লীগ সভাপতি সুলতান আহমদ চৌধুরী, উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান, সফিউল আলম চৌধুরী, আবুল কালাম আবু, আলী আজগর চৌধুরী, মাষ্টার কামাল উদ্দিন, মোঃ আবু সুফিয়ান, সাইদুর রহমান পুতুল, মীর কাসেম দুলাল, এইচ এম আবুল খায়ের, মুসলিম উদ্দিন চৌধুরী, লায়ন গিয়াস উদ্দিন, তাজুল ইসলাম সহ তিনটি ইউনিট আওয়ামীলীগ কার্যনিবার্হী অঙ্গা ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জেএন/এমআর