বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে জাতীয় সংসদসহ সব ধরনের নির্বাচনে জামায়াতের অংশ নেওয়ার সব পথ মোটামুটিভাবে বন্ধ হয়ে গেল।
সোমবার (২৯ অক্টোবর) ইসির প্রকাশিত প্রজ্ঞাপনে জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়ে বলা হয়েছে, ২০০৮ সালের ৪ নভেম্বর দলটিকে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিবন্ধন দেওয়া হয়েছিল। দলটি নিবন্ধন নম্বর পেয়েছিল ১৪। কিন্তু একটি মামলার রায়ে হাইকোর্ট ২০১৩ সালে দলটির নিবন্ধন প্রক্রিয়া অবৈধ ও বাতিল ঘোষণা করেন। হাইকোর্টের সেই রায়ের পূর্ণাঙ্গ কপি সংগ্রহ করে জামায়াতের নিবন্ধন আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে নিবন্ধন কর্তৃপক্ষ নির্বাচন কমিশন।
জয়নিউজ/জুলফিকার