ছাত্রলীগের ৩০তম সম্মেলনের তারিখ ঘোষণা 

আগামী ৮ ও ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রলীগের ৩০তম সম্মেলন।

- Advertisement -

দুইদিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -google news follower

এদিকে, সম্মেলনকে সামনে রেখে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করবে ছাত্রলীগ।

গতকাল রবিবার (২০ নভেম্বর) রাতে ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

- Advertisement -islamibank

বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতান্ত্রিক ধারাবাহিকতার অংশ হিসেবে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৮ ও ৯ ডিসেম্বর আয়োজন করার অনুমতি প্রদান করেছেন ছাত্রলীগের গঠনতান্ত্রিক অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা।

আগামী ৮ ডিসেম্বর ওই সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন তিনি।

এতে আরও বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন সফলভাবে আয়োজন ও প্রস্তুতি উপলক্ষে ছাত্রলীগ (আজ) সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

সংবাদ সম্মেলন মধুর ক্যান্টিনে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM