বাঙালিয়ানাকে ৩৫ হাজার টাকা জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার দায়ে লালখান বাজারের অভিজাত রেস্টুরেন্ট বাঙালিয়ানাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

- Advertisement -

সোমবার (২৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের নেতৃত্বে অভিযানে এ জরিমানা করা হয়।

- Advertisement -google news follower

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার জানান, রং মেশানো ঘি দিয়ে রেস্টুরেন্টটি ফিরনি তৈরি করে। তাদের নেই বিএসটিআইয়ের অনুমোদন। রান্না করা খাবারের হাঁড়িতে ঢাকনা ছিল না। পঁচা পেপে দিয়ে তারা জুস পরিবেশন করছিল।

তিনি আরো জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদহীন ফিরনি এবং পঁচা পেপের জুস তৈরির দায়ে রেস্টুরেন্টটিকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -islamibank

জয়নিউজ/অভি/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM