চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্রী ফারজানা আফরিন আক্তারকে হাতুড়ি দিয়ে মাথা ফাটালো সন্ত্রাসীরা। এ ঘটনায় তাঁর বাবাও আহত হয়েছেন।
আজ সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় নগরের বায়েজিদ থানার ড্রিমল্যান্ড আবাসিক এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।
মারাত্মকভাবে আহত ফারজানা আফরিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন। মাথায় ক্ষতস্থানে প্রায় ১০টি সেলাই করা হয়েছে।
আহত ফারজানা আফরিন বায়েজিদ থানাদিন ড্রিমল্যান্ড আবাসিক এলাকার মাওলানা তাজুল ইসলাম ভূইয়া মেয়ে।
ফারজানা আফরিনের বাবা মাওলানা তাজুল ইসলাম ভূইয়া বলেন, সকাল সাড়ে ১১ টার দিকে মেয়ে বাসায় লেখা পড়া করছিল। এসময় বাসার সামনের দরজার কড়া নাড়লে আফরিন দরজা খুলে দেয়।
এসময় ১০/১২ জনের সন্ত্রাসী আমার মেয়েকে মারধর করতে থাকে। এক পর্যায়ে হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। সে অজ্ঞান হয়ে পড়ে যায়।
তিনি বলেন, মেয়েকে বাঁচাতে আমি ও তার মা এগিয়ে আসলে তারা আমাদের মেরে রক্তাক্ত করে। আমাদের চিৎকারে এলাকার লোকজনের ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
আহত তাজুল ইসলাম জানান, চন্দনাইশ পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম সাহেদের নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলার বিষয় থানাকে বায়েজিদ থানাকে জানিয়েছি। সবাই হাসপাতালে ভর্তি রয়েছি। আজ রাতে বা কাল মঙ্গলবার মামলা দায়ের করব।
জেএন/এফও/পিআর