বগুড়ায় আলু ক্ষেতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান

দেশজুড়ে ডেস্ক : বগুড়ার এরুলিয়া বিমানবন্দর এলাকা থেকে উড্ডয়ন করার কয়েক মিনিটের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান।

- Advertisement -

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কাহালু উপজেলার কদমতলী এলাকার একটি আলু ক্ষেতে পড়ে বিমানটি বিধ্বস্ত হয়।

- Advertisement -google news follower

এসময় বিমান থেকে দুজন বৈমানিককে উদ্ধার করা হয় বলে জানা গেছে। আইএসপিআর সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিদ্ধস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এরুলিয়া বিমানবন্দর এলাকা থেকে বিমানটি উড্ডয়ন করে। এর কিছু পরই ওই মাঠের একটি আলুক্ষেতে তা বিধ্বস্ত হয়। এ সময় বিকট শব্দ হয়। দুর্ঘটনার পরপরই বিমান বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে দুজন বৈমানিককে উদ্ধার করে।

- Advertisement -islamibank

আইএসপিআরের সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- ‘যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (পিটি-৬) এরুলিয়া বিমানবন্দর, বগুড়া সংলগ্ন এলাকায় জরুরি অবতরণ করে। বিমানটির বৈমানিকদ্বয় নিরাপদ ও সুস্থ্য আছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM