ভারতে ইনভার্টার কারখানায় আগুন: শিশুসহ নিহত ৬

ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদে একটি ভবনের নিচতলার ইনভার্টার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ওই ভবনের উপরের তলায় থাকা একটি পরিবারের তিন শিশুসহ ছয় সদস্যের মৃত্যু হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। পরিবারটির আরও তিন সদস্য আগুনে দগ্ধ হয়েছেন এবং তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

- Advertisement -google news follower

তিওয়ারি বলেন, দমকল বাহিনীর ১৮টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় উদ্ধারকারীদের বেগ পেতে হয়েছে।

ফিরোজাবাদের পুলিশ সুপার আশিস তিওয়ারি বলেন, ইনভার্টার কারখানায় আগুন লাগলে তা দ্রুত উপরের তলায় ছড়িয়ে পড়ে। সেখানে পরিবারটি থাকত।

- Advertisement -islamibank

কারখানায় শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং পরিবারটির জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। সূত্র : এনডিটিভি

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM