তাবলীগ জামায়াতের বিভক্তি ও কোভিড-১৯ সমস্যার কারণে দুই বছর পর গাজীপুরের টঙ্গীতে ফের শুরু হয়েছে জোড় ইজতেমা।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) শুরু হয়েছে ৪ দিনের এ ইজতেমা। ঢাকা বিভাগ ও বরগুনা জেলার মুসল্লিরা এবারের জোড় ইস্তেমায় যোগ দিচ্ছেন।
তাবলিগ জামাতের মুরব্বি জোবায়ের ইবনে মূসলিম জানান, বৃহস্পতিবার জোহরের নামাজের পর মাওলানা জোবায়েরপন্থীদের এই জোড় ইজতেমা শুরু হয়েছে। জোড় ইজতেমা শেষ হবে রবিবার বাদ জোহর।
তিনি জানান, তাবলীগ জামায়াতের বিভক্তি ও কোভিড-১৯ সমস্যার কারণে ২ বছর ইজতেমা ও জোড় ইজতেমা বন্ধ ছিল। এবার জেলায় জেলায় জোড় ইজতেমার আয়োজন করা হচ্ছে।
আগামী জানুয়ারি মাসে তাবলিগ জামাতের জোবায়েরপন্থী ও সাদপন্থীদের আয়োজনে ১৫ জানুয়ারি ও ২৩ জানুয়ারি এই দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।
জেএন/পিআর