বিএনপির মহাসমাবেশ হয় সমাবেশ : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ডাকে মহাসমাবেশ হয় সমাবেশ। আর আওয়ামী লীগের সমাবেশের ডাকে মহাসমাবেশ হয়। এটাই হলো বাস্তবতা। আজকে তারুণ্যের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

- Advertisement -

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ডিসেম্বরে খেলা হবে বিএনপির বিরুদ্ধে, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। প্রস্তুত হয়ে যান।

- Advertisement -google news follower

তিনি বলেছেন, ১০ ডিসেম্বর সামনে রেখে হাঁকডাক। সরকার পতন করবেন ? আপনারা (বিএনপি) তো ১৩ বছরে ১৩ মিনিটও দাঁড়াতে পারেননি।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন। খালেদা জিয়া বলেছেন, এটা নাকি জোড়া তালি দিয়ে হচ্ছে। এ মাসের শেষে মেট্রোরেল উদ্বোধন হবে। শেখ হাসিনা এক সাথে ১০০ সেতু উদ্বোধন করেছেন, এটা মুখের কথা না।

- Advertisement -islamibank

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম তিনি কয় ঘণ্টা ঘুমান। তিনি বলেছেন, তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুম হয়।

ওবায়দুল কাদের বলেন, শত্রুর মুখে ছাই দিয়ে, বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে। আজকে বাংলাদেশের মুদ্রাস্ফীতি ৯ দশমিক ৫ নেমে সর্বশেষ ৮ দশমিক ৮৫ এ এসেছে। রপ্তানি আয় আবারও বাড়ছে। আমার বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আজকে বাংলাদেশের রেমিটেন্সও বাড়ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী সঠিক পথে আছে, সামলিয়ে যাচ্ছে।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM