সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালন করে আসা তিন বিচারপতি আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন। তাঁরা হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।
সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আজ বৃহস্পতিবার তাদের নিয়োগ দেন। বিকেলে তাঁদের শপথ পড়ানো হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠান হবে। প্রধান বিচারপতি শপথ পাঠ করাবেন।’
এ নিয়োগের পর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে এখন মোট ৯ জন বিচারপতি। শপথের পর থেকে তাদের নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী বিচারকের পদের মেয়াদ ৬৭ বছর।
জেএন/এমআর