“বিজয়“
এস এম হারুন উর রশীদ
বিজয় মানে বাঙালী বীর, লক্ষ বাঙালির প্রান,
বিজয় মানে বীরাঙ্গনা, রক্তে রঞ্জিত ঘ্রান।
বিজয় মানে ২৫ মার্চের দীর্ঘ কালো রাত,
বিজয় মানে শহীদ যুব, হুংকার, ঘাত, প্রতিঘাত।
বিজয় মানে দুঃখিনী মায়ের অসীম বেদনার স্মৃতি,
বিজয় মানে শিল্পীর কন্ঠে বিদ্রোহের লোকগীতি।
বিজয় মানে উত্তেজনা, আনন্দ আর উল্লাস,
বিজয় মানে অনেক খুশি, শান্তির উচ্ছাশ।
বিজয় মানে বাংলার হৃদয় জুড়ে স্নেহের কলরব,
বিজয় মানে ষোল কোটি মানুষের বিজয়ের উৎসব।