মিরসরাই ইকোনমিক জোন (অথনৈতিক অঞ্চল) প্রকল্পের অধিগ্রহণকৃত জমির বিপরীতে ২০ জন মালিকের মধ্যে প্রায় আড়াই কোটি টাকার চেক বিতরণ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জমির প্রকৃত মালিকদের হাতে এই চেক হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক বলেন, মিরসরাইতে সর্ববৃহৎ অথনৈতিক অঞ্চলের জন্য সরকারিভাবে ৩০ হাজার একর জমি অধিগ্রহণ করা করেছে। এ প্রকল্পের মাধ্যমে ১০ লাখ লোকের কর্মসংস্থান হবে। অধিগ্রহণকৃত জমির মালিকদের সরকারি নিয়ম অনুযায়ী অর্থ প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলে প্রবেশের জন্য ‘শেখ হাসিনা স্মরণী’নামে ৮ কিমি সড়কের জন্য এই জমি অধিগ্রহণ করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. মমিনুর রশিদ ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা-১ মো. আসিফ ইমতিয়াজ, মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার উপস্থিত ছিলেন।
জয়নিউজ/কাউছার/জুলফিকার