বাংলাদেশের ইনিংসে ৭৭তম ওভারে অক্ষর প্যাটেলের চতুর্থ বলে সুইপ করে বাউন্ডারি হাঁকান জাকির হাসান। সঙ্গে সঙ্গে পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন বাঁহাতি এই ব্যাটার। আর ১১১তম ক্রিকেটার হিসেবে অভিষেকে টেস্ট সেঞ্চুরি করলেন তিনি।
ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দেশের ১০১তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয় জাকিরের। এর আগে প্রথম ইনিংসে ২০ রান করেছিলেন তিনি। এর আগে বাংলাদেশের হয়ে তিনজন নিজেদের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। তারা হলেন আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল এবং আবুল হাসান।
দেশের প্রথম ওপেনার হিসেবে এক কীর্তি গড়ার পথে জাকির বল খেলেছেন ২১৯ বল। ১৩ বাউন্ডারির সঙ্গে হাঁকিয়েছেন ১ ওভার বাউন্ডারি। অপর ওপেনার নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েছেন নতুন একটি রেকর্ড। টেস্টে ভারতের বিপক্ষে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটি গড়েন শান্ত এবং জাকির। সমান ১০০ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন বাঁহাতি এই ওপেনার।
এর আগে ভারত এ দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করায় ইনজুরি আক্রান্ত তামিম ইকবালের পরিবর্তে টেস্ট স্কোয়াডে ডাক পান জাকির। পরে সুযোগ পান একাদশে। আর সুযোগটাকে বেশ ভালো ভাবে কাজে লাগালেন তিনি।
জেএন/এমআর