এক মেলায় মিলছে ২২ টি সেবা প্রতিষ্ঠানের সেবা। অনেকটা অতিথি সুলভ আচরণ চলছে মেলায় আসা স্টলগুলোর লোকজনের। দর্শনার্থীদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন তাদের সেবা সম্পর্কে। পাশাপাশি দিচ্ছেন ডিজিটাল সেবা। বলছিলাম চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে ডিজিটাল উদ্ভাবনী মেলার কথা।
আজ সোমবার সকালে এ মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন।
মেলায় সরকারের ২২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এ মেলা থেকে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের আবেদন, অনলাইনে জিডি করা, ই- মিউটেশন, জন্ম-মৃত্যু নিবন্ধন, কোভিডের টিকা কার্ড সংশোধন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তির আবেদন, সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স প্রদান, ট্রেড লাইসেন্স এর আবেদন ও নবায়ন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সকল সেবাসমূহ সরাসরি প্রদানের ব্যবস্থা রয়েছে।
বিআরটিএ কর্মকর্তারা জানান, মেলায় বিআরটিএ’র স্টল থেকে ৫ হাজার ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চট্টগ্রামের যে সকল সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে এবং আনলাইন প্লাটফর্মের মাধ্যমে নাগরিক সেবা দিয়ে থাকে তাদেরকে নিয়ে এই মেলার আয়োজন।
জেএন/এফও/এমআর