চট্টগ্রামের ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে ট্যাক্স কার্ড

২০২১-২২ করবর্ষে সর্বোচ্চ কর দিয়ে সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড পাচ্ছেন চট্টগ্রামের সাত ব্যক্তি ও প্রতিষ্ঠান। সব মিলিয়ে জাতীয় পর্যায়ে সারাদেশে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা এ সম্মান পাচ্ছেন।

- Advertisement -

জ্বালানি ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে চট্টগ্রাম কর অঞ্চল-২ এর অধীনে কর দেওয়া আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। তৈরি পোশাক ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে সিইপিজেডের ইউনিভার্সেল জিন্স লিমিটেড ও প্যাসিফিক জিন্স লিমিটেড। প্রতিষ্ঠান দুটি চট্টগ্রাম কর অঞ্চল-২ এর অধীনে কর দেয়। অন্যান্য করদাতা শ্রেণিতে ফার্ম ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে সার্সন রোডের এসএন কর্পোরেশন। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম কর অঞ্চল-১ এর অধীনে কর দেয়। এছাড়া বিশেষ শ্রেণির তরুণ ক্যাটাগরিতে এবার ট্যাক্স কার্ড পাচ্ছেন চট্টগ্রাম কর অঞ্চল-২ এর করদাতা আসিফ ইকবাল মাহমুদ।

- Advertisement -google news follower

আয়ের উৎসা বা পেশা শ্রেণির নতুন করদাতা ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন নাজমা আক্তার। তিনি চট্টগ্রাম কর অঞ্চল-২ এর করদাতা। কোম্পানি পর্যায়ে প্রকৌশল ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে সদরঘাটের বিএসআরএম। প্রতিষ্ঠানটি বৃহৎ করদাতা ইউনিটের অধীনে কর দেয়।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM