পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক আফ্রিদি

সরকার বদল হলেই পরিবর্তনের হাওয়া লাগে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। রমিজ রাজাকে সরিয়ে দেওয়ার পর নির্বাচক প্রধান মোহাম্মদ ওয়াসিমকেও সরিয়ে দেওয়া হয়েছে। অন্তর্র্বতীকালীন নির্বাচক প্রধানের দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

- Advertisement -

তিন সদস্যের কমিটিতে আফ্রিদি সঙ্গী হিসেবে পেয়েছেন এক সময়ের সতীর্থ আবদুল রাজ্জাক ও রাও ইফিতিখারকে।

- Advertisement -google news follower

নিয়োগপ্রাপ্ত নির্বাচকরা আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য দায়িত্ব পালন করবেন।

রমিজ রাজাকে সরিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডে অন্তর্র্বতীকালের জন্য দায়িত্বে রয়েছে ১৪ সদস্যের ম্যানেজমেন্ট কমিটি। যার নেতৃত্বে রয়েছেন নাজাম শেঠি। তার অধীনে কমিটি দায়িত্ব নেওয়ার পরই আগের গঠনতন্ত্রের অধীন থাকা সব কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

- Advertisement -islamibank

শুরুতে ১৪ সদস্যের ওই ম্যানেজমেন্টে কমিটিতেই নাম ছিল আফ্রিদির। কিন্তু সাবেক পাক অধিনায়ক জানিয়ে দিয়েছেন, নিজের চ্যারিটেবল ফাউন্ডেশনের কাজ করতে হয় বলে সেখানে ঠিকঠাক সময় দিতে পারবেন না। তবে দল গোছানোর প্রক্রিয়াতে ঠিকই আগ্রহ দেখিয়েছেন।
জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM