নিরাপদ সড়ক দাবিতে সপ্তমদিনের মতো উত্তাল চট্টগ্রাম। নগরের বিভিন্ন সড়ক সাধারণ শিক্ষার্থীদের দখলে।
শনিবার সকাল থেকে নগরের ২ নম্বর গেইট, জিইসি, ওয়াসা, জামালখান, কাজির দেউড়ি, লালখান বাজার, নিউমার্কেটসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। তারা নিরাপদ সড়কসহ নয়দফা দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীদের হাতে, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে ঘাতক কেন বাইরে’, ‘আর কত লাশ হবে আমার দেশের জনগণ’, ‘আমি ১৮ এর ক্ষুদিরাম’ লেখা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড ছিলো।
শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।
যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
বিস্তারিত আসছে