বান্দরবানের আলীকদম উপজেলায় প্রায় ৩ কোটি ৩৯ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বৃহস্পতিবার (১ নভেম্বর) সরকারি সফরে আলীকদম এসে তিনি এসব প্রকল্প উদ্বোধন করেন।
উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২০ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ নয়াপাড়া জাবালে নূর জামে মসজিদ নির্মাণ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৭৩ লাখ টাকা ব্যয়ে আলীকদম রেষ্ট হাউস ভবন নির্মাণ, জেলা পরিষদের অর্থায়নে দেড় কোটি টাকা ব্যয়ে পান বাজার রেষ্ট হাউস ভবন নির্মাণ, বাস টার্মিনাল জামে মসজিদ ভবন নির্মাণ এবং এলজিইডি আর্থায়নে ৭৪ লাখ টাকা ব্যয়ে ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক আজিজ আহামেদ, নির্বাহী প্রকৌশলী আবু বিন আরাফাত, এডিসি মো. আবুল কালাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ।
জয়নিউজ/শহীদ