চট্টগ্রামে জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে পুলিশ জামায়াতে ইসলামীর ১০ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। রোববার দিনগত রাত ও সোমবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছেন, গ্রেফতারকৃতরা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত ছিল। এরআগে গত শনিবার জামায়াতের আরও ৯ জনকে গ্রেফতার করা হয়।

- Advertisement -

গ্রেফতাররা হলেন– মোহাম্মদ আলী আজগর (৩১), মজিবুল হক জাবেদ (৩৩), আকতার হোসেন (২৫), আবুল কালাম আজাদ (৪৫), মোহাম্মদ লুৎফর রহমান (৪৬), তৌহিদুল ইসলাম (৪০), বদরুদ্দোজা ভুট্টু (৪২), মুজ্জাম্মিনুল হক মোজাম্মেল (৩০), মোহাম্মদ জসিম উদ্দিন (৩৮) ও হারুনুর রশিদ (৫৫)।

- Advertisement -google news follower

মামলার তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, সোমবার সকালে গ্রেফতারকৃতদের চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। তাদের তিনদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এর আগে ২৪ ডিসেম্বর সকালে নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় পুলিশের ওপর হামলা, দুই পুলিশকে আহত এবং পুলিশের গাড়ি ভাঙচুরর অভিযোগে চট্টগ্রাম মহানগর জামায়াত আমিরসহ ২৬৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন পাঁচলাইশ থানার এসআই মো. কামরুজ্জামান খাঁন।
জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM