মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে

আগামী বুধবার (২৮ ডিসেম্বর) ঢাকার প্রথম মেট্রোরেল চালু হচ্ছে। এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -

উত্তরায় এ মেট্রোরেল উদ্বোধন শেষে ভাষণ দেবেন তিনি। এরপর মেট্রোরেলে চড়ে উত্তরা থেকে আগারগাঁও ভ্রমণ করবেন প্রধানমন্ত্রী।

- Advertisement -google news follower

উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌছে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পৌঁছে দেন সেতুমন্ত্রী।

এদিকে শুরুতে দিনে চার ঘণ্টা (সকাল ৮ থেকে দুপুর ১২টা) মেট্রোরেল চলবে এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলার সময় ট্রেনগুলো মাঝপথে কোথাও থামবে না।

- Advertisement -islamibank

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ধীরে ধীরে মেট্রোরেল চলাচলের সময় ও ট্রেন সংখ্যা বাড়ানো হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM