চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে দিতে হলো লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীতে অবৈধ উপায়ে আমদানিকৃত এবং অননুমোদিত প্রসাধনী বিক্রি করে তিন প্রতিষ্ঠানকে গুণতে হলো ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা। আজ বুধবার (২৮ ডিসেম্বর) খুলশী এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

- Advertisement -

জরিমানা দেওয়া তিন প্রতিষ্ঠান হলো-খুলশী মার্ট ও জিইসি মোড়ে কামাল জেনারেল স্টোর ও মীনা বাজার।

- Advertisement -google news follower

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, অবৈধ উপায়ে আমদানিকৃত এবং অননুমোদিত প্রসাধনী বিক্রির দায়ে খুলশী মার্টকে ৭০ হাজার টাকা ও জিইসি মোড়ে কামাল স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কোন ধরনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি ছাড়া উন্মুক্ত স্থানে সিগারেট প্রদর্শন ও বিক্রির অপরাধে মীনা বাজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM