চট্টগ্রাম নগরীতে অবৈধ উপায়ে আমদানিকৃত এবং অননুমোদিত প্রসাধনী বিক্রি করে তিন প্রতিষ্ঠানকে গুণতে হলো ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা। আজ বুধবার (২৮ ডিসেম্বর) খুলশী এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
জরিমানা দেওয়া তিন প্রতিষ্ঠান হলো-খুলশী মার্ট ও জিইসি মোড়ে কামাল জেনারেল স্টোর ও মীনা বাজার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, অবৈধ উপায়ে আমদানিকৃত এবং অননুমোদিত প্রসাধনী বিক্রির দায়ে খুলশী মার্টকে ৭০ হাজার টাকা ও জিইসি মোড়ে কামাল স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কোন ধরনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি ছাড়া উন্মুক্ত স্থানে সিগারেট প্রদর্শন ও বিক্রির অপরাধে মীনা বাজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেএন/এফও/এমআর