মিয়ানমারের সামরিক শাসিত একটি আদালত দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত সু চির বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। শুক্রবার মামলার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টার ইজারা এবং এর ব্যবহার সংক্রান্ত অপরাধের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
জেএন/এমআর