ভিডিও কনফারেন্সের মাধ্যমে লক্ষ্মীপুরে ৪টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে ভবনগুলোর উদ্বোধন করা হয়।
প্রকল্পগুলো হলো- রায়পুর ও কমলনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন দুইটি, আঞ্চলিক পাসপোর্ট অফিস ও রামগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রসাশক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রসাশক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ,অতিরিক্ত জেলা প্রশাসক ইকবাল হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
জয়নিউজ/শহীদ