২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রন্ত ১৪

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরো ১৪ জন।

- Advertisement -

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

- Advertisement -google news follower

আক্রান্তদের মধ্যে ছয়জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি আটজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩৪৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ১৬৫ জন ঢাকার মধ্যে এবং ১৮৪ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

- Advertisement -islamibank

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৪ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬২ হাজার ৩৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ১৯৪ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২৩ হাজার ১৪১ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৬১ হাজার ৭০৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এদের মধ্যে ৩৮ হাজার ৮৫৬ জন ঢাকার বাসিন্দা, বাকি ২২ হাজার ৮৪৯ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM