কক্সবাজার সদর, রামু ও টেকনাফের তিনটি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পগুলো উদ্বোধন করেন তিনি।
প্রকল্পগুলো হলো- কক্সবাজার-টেকনাফ ২০ মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার সদর-টেকনাফ শতভাগ বিদ্যুাতায়ন ও রামুতে নবনির্মিত ফায়ার সার্ভিস কেন্দ্র।
প্রকল্প উদ্বোধনকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবনের প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সংযুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।
জয়নিউজ/শহীদ