কক্সবাজারের টেকনাফ থেকে ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। চোরাকারবারিদের গ্রেফতার করতে পারেনি।
আজ সোমবার (২ জানুয়ারি) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, খারাংখালী বিওপি’র দক্ষিণে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে মাদকদ্রব্য পাচারের চেস্টা করছিল পাচারকারিরা। এসময় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর এবং খারাংখালী বিওপি’র দুটি টহলদলকে পাচারকারিরা দেখে তারা নাফ নদীর দিকে দৌড় দেয় এবং মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে টহলদল ওই স্থানে গিয়ে তল্লাশি চালিয়ে চোরাকারবারির ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে বাঁধা একটি পোটলা উদ্ধার করে। ওই পোটলার ভেতর থেকে ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।
জেএন/এফও/এমআর