চট্টগ্রাম জিলা কলেজে ভর্তি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড।
শুক্রবার (৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক বলেন, শিক্ষার্থী সংকট ও নিয়মিত অধ্যক্ষ না থাকা, প্রদত্ত ঠিকানায় গরমিলসহ নানা কারণে চট্টগ্রাম জিলা কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধের রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কাগজে-কলমে যে ঠিকানা উল্লেখ করা আছে, সেখানে গিয়ে কলেজটি খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, এছাড়াও কলেজটিতে অধ্যক্ষ নেই। দীর্ঘদিন ধরে কমিটি নেই, শিক্ষার্থী সংখ্যাও খুব কম। নিয়মিত শিক্ষকও তেমন নেই। এ অবস্থায় একটি শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। সব মিলিয়ে কলেজটির ভর্তি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, একই কারণে আরও চারটি কলেজে ভর্তি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় শিক্ষাবোর্ড। কলেজগুলো হলো- আগ্রাবাদ এলাকার চট্টগ্রাম সিটি বিজ্ঞান কলেজ, নগরের কাজীর দেউড়ি এলাকার মেট্রোপলিটন কমার্স কলেজ, চকবাজার এলাকার ল্যাবরেটরি কলেজ, কোতোয়ালী এলাকার সিটি পাবলিক কলেজ।
জেএন/হিমেল/এমআর