নেপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৬ নারীযাত্রী নিহত

নেপালের পালপার সালঝান্দি-ধরপাতান সড়কে একটি যাত্রীবাহী বাস খাদে বহু হতাহতের ঘটনা ঘটেছে। এতে ৬ নারীযাত্রী নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

- Advertisement -

নিহতরা হলেন, নির্মলা ঘিমিরে (৩৬) ও তার ১১ বছর বয়সী মেয়ে সুরমায়া, খিম কুমারী রানা (৫৪), দান কুমারী ক্ষাত্রী (২১), বীণা পাণ্ডে (২১) এবং রীনা দেবী চাহারা (৩০)।

- Advertisement -google news follower

পালপা জেলা পুলিশের ডিএসপি বীরেন্দ্র থাপা দেশটির গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে বাসটি রুপানদেহি জেলার সালঝানদি শহর থেকে খুরসানে জেলার দিকে যাচ্ছিল।

কিন্তু পালপার মধুবন পার্বত্য এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি প্রায় ১২০ ফুট নিচে খাদে পড়ে যায়।

- Advertisement -islamibank

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এ দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘গত রাতে পালপা বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সেই সঙ্গে নেপালের পরিবহন ব্যবস্থাকে নিরাপদ রাখতে সবার সহযোগিতা কামনা করছি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM