জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিন সাতকানিয়া আলিয়া এম.ইউ ফাযিল মাদ্রাসা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ ও কেন্দ্র সচিব বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলমকে দায়িত্বে অবহেলার কারণে অব্যাহতি দেয়া হয়েছে।
পরীক্ষা শেষে ২ ঘন্টার মধ্যে পরীক্ষার্থীদের উত্তরপত্র নিকটস্থ থানায় জমা দেয়ার নিয়ম থাকলেও পরীক্ষা শেষ হওয়ার ৬ ঘন্টা পর উত্তরপত্র জমা দিতে গেলে তা নিতে অস্বীকৃতি জানায় থানা কর্তৃপক্ষ।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর তঞ্চঙ্গ্যার উপস্থিতিতে কেন্দ্রসচিবের মুচলেকায় থানা কর্তৃপক্ষ উত্তরপত্র জমা নেয়।
বৃহস্পতিবার (১ নভেম্বর) জেডিসি পরীক্ষার প্রথম দিনে বিষয় ছিল কুরআন মজিদ ও তাজবিদ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দায়িত্বে অবহেলার কারণে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কেন্দ্র সচিবকে অব্যাহতি দেয়া হয়েছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করা হবে বলে তিনি জানান।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জয়নিউজ/জুলফিকার