শুক্রবার দুপুরে দু’দণ্ড শান্তির পরশ বুলিয়ে দেয় ডিসি হিল। সবার আজ ছুুটি, শুধু ছুটি নেই আমাদের চিরপরিচিত ডিসি হিলের। চারদিকে মানুষের ভিড়। মনে হয়, অন্যদিনের তুুলনায় ডিসি হিল আজ একটু বেশিই ব্যস্ত ।
প্রথমে চোখে পড়ে বিভিন্ন বয়সের মানুষের ভিড়। কেউ এসেছে ঘুরতে, কেউবা তার প্রিয় মানুষটিকে সময় দিতে, আবার অনেকে আসে হাঁটতে। অনেক তরুণ-তরুণীকে নিয়ে ছোট ছোট জটলা। শুধু তরুণ-তরুণীদের নয়, চোখে পড়ে বয়স্কদেরও ছোট ছোট জটলা। বন্ধুদের সাথে শুক্রবারের অলস দুপুরে ডিসি হিলে এই আড্ডার সাথে চলে চা, বাদাম, ফুচকা, চটপটি আরো কত কি! শুধু আড্ডা নয়, সাথে বসে গানের আসরও। ছোট ছোট ছেলেরা খেলায় ব্যস্ত, সপ্তাহের একটি দিনই তো! বাকি দিনগুলোতে পড়ার বইয়ে মুখ গুঁজে থাকতে হয়। শুধু কি তাই!
কতজনের সংসার শুরুর যোগসূত্র এই ডিসি হিল। শুক্রবারের ডিসি হিল পাত্র-পাত্রী দেখানোর উপযুক্ত স্থান। আজকাল দেখা যায়, অনেকে ফটোশ্যূট করতে আসে। আবার অনেকে নিজের মোবাইল ফোনে সেলফি তোলায় ব্যস্ত।
দুপুর গড়িয়ে সন্ধ্যা নামতেই ডিসি হিলে বসে বিভিন্ন সাংস্কৃতিক দলের আয়োজন। বসে গানের আসর, সেই গানের রেশ নিয়ে ঘরে ফেরে মানুষ। আর শুক্রবারের ব্যস্ত ডিসি হিল তার বৃক্ষতলে জিরিয়ে নেয় পরের দিনের আতিথেয়তার জন্য।
জয়নিউজ/আরসি