ম্যাচ ফি’র ১৫ ভাগ জরিমানা করা হয়েছে সাকিব-সোহান-বিজয়কে

১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার সময় ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান যে বিতর্কিত কাণ্ড ঘটিয়েছেন, তার জন্য যে শাস্তি হবে, সে কথা আগেই জানা হয়েছিলো। তখন জানা গিয়েছিলো, আর্থিক জরিমানা করা হতে পারে তিনজনকে। বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান, রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান এবং বরিশালের ব্যাটার এনামুল হক বিজয়কে।

- Advertisement -

অবশেষে সেই আর্থিক জরিমানাই করা হলো এই তিন ক্রিকেটারকে। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়ে দিয়েছে, এই তিন ক্রিকেটারের ম্যাচ ফি’র ১৫ ভাগ জরিমানা করা হয়েছে।

- Advertisement -google news follower

বিসিবির খেলোয়াড় আচরণ বিধির লেভেল-১ অপরাধ করার কারণে শাস্তি হিসেবে এই জরিমানা আরোপ করা হয়। আচরণ বিধির আর্টিকেল ২.৪ এর বিধি ভঙ্গ করেছেন সাকিব এবং নুরুল হাসান সোহান। এনামুল হক বিজয় ভঙ্গ করেছেন ২.৮ এর বিধি।

শুধুমাত্র জরিমানাই নয়, এই তিন খেলোয়াড়ের নামের একটি করে ডিমেরিট পয়েন্টও যোগ করে দেয়া হলো।

- Advertisement -islamibank

ম্যাচ রেফারি আকতার আহমেদের রিপোর্টের ভিত্তিতে এই শাস্তির ঘোষণা দিয়েছে বিসিবি। তিন ক্রিকেটারই তাদের শাস্তি মেনে নিয়েছে। যে কারণে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM