কাপ্তাইয়ে ৫১ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির কাপ্তাইয়ের আয়োজনে বুধবার (১১ জানুয়ারী) সকাল ১০টা হতে কাপ্তাই উপজেলা সদর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে ৫১ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।

- Advertisement -

এতে এ্যাথলেটিক্স, ভলিভল, ব্যাটমিন্টন, ক্রিকেট, টেবিল টেনিস বিষয়ে উপজেলার ১৪ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ২ শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছেন বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান।

- Advertisement -google news follower

উদ্বোধনী দিনে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিদর্শন বড়ুয়া, উপজেলা স্কাউটস সম্পাদক মাহাবুব হাসান বাবু সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা।

এদিকে উদ্বোধনী দিনে অনুষ্ঠিত ক্রিকেট খেলায় প্রথম ম্যাচে অংশ নিয়েছে কাপ্তাইয়ের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় বনাম চিৎমরম উচ্চ বিদ্যালয়। এতে চিৎমরম উচ্চ বিদ্যালয় ৫ উইকেটে জয় লাভ করেছে।

- Advertisement -islamibank

জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM