বোয়ালখালীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য উৎপাদন ও বাজারজাত করায় এবং ওজনে কম দেওয়ায় চার প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।
তিনি জানান, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইনে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে বিএসটিআইয়ের লগো ব্যবহার, পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে উৎসব বেকারিকে ২৫ হাজার টাকা, আলো সুইসটকে ৩০ হাজার টাকা, মধুবনকে ১০ হাজার টাকা এবং ওজনে কারচুপি করায় শাহ চরণদ্বীপ মুরগি সেলস সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় আদালতকে সহযোগিতা করেন বিএসটিআইয়ে ফিল্ড অফিসার (সিএম) জারিন তাসনিম সিলি, নূরে আলম মো. ফিরোজ, পরিদর্শক (মেট) প্রকৌশলী মো. জিল্লুর রহমান, প্রকৌশলী সজীব চৌধুরী এবং বোয়ালখালী থানা পুলিশ সদস্যরা।
জেএন/পূজন/এমআর