কিশোরগঞ্জে ২০০৮ সালের ১৩ মার্চ এক যুবতীকে অপহরণ করে ধর্ষণ করে সোহেল মিয়া (৪৮)। এ ঘটনায় মামলা হলে ২০২২ সালের ১৫ মার্চ সোহেল মিয়াকে যাবজ্জীবন কারাদ- দেন বিচারক। ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে কিশোরগঞ্জ থেকে পালিয়ে আত্মগোপন করেন চট্টগ্রামে।
দীর্ঘ ১৫ বছর পর বুধবার রাত সাড়ে ৮ টায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
গ্রেফতার সোহেল মিয়া কিশোরগঞ্জ জেলার কুলয়ারচর থানার খিলেরবন্ধ গ্রামের আইনব আলীর ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ‘কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকায় এক যুবতীকে কপ্রস্তাাব ও বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক তৈরি করতে চাইতো সোহেল মিয়া। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ২০০৮ সালের ১৩ মার্চ ক্ষিপ্ত হয়ে জেসমিনকে অপহরণ করে ধর্ষণ করে সোহেল। পরে আহত জেসমিনকে ফেলে রেখে সোহেল মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় গত বছরের ১৫ মার্চ সোহেল মিয়াকে যাবজ্জীবন কারাদ- প্রদান করে বিচারক।
তিনি বলেন, বুধবার গ্রেফতারের পর সোহেল মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জেএন/এফও/এমআর