চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী জুট মিলে পাটকলের যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লেগে প্রায় দশমণ পাট পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে।
আজ শনিবার (২১ জানুয়ারি) দুপুর পৌণে একটার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার নোয়াগাঁও এলাকায় ইউনিটেক্স জুট ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড পরিচালিত কর্ণফুলী জুট মিলে এ আগুন লাগার ঘটনাটি ঘটে। এতে অন্তত ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানায় কর্তৃপক্ষ।
তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কর্ণফুলী জুট মিলের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মশিউর রহমান বলেন,আগুনে প্রায় দশমণ পাট পুড়ে গেছে।
আগুন লাগার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন। তিনি বলেন, শনিবার দুপুর একটার দিকে আগুন লাগার খবর পেয়ে স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়।
ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্তণে আনতে সক্ষম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানাতে পারেনি এ কর্মকর্তা। তবে তিনি ধারণা করছেন পাটকলের যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সুত্রপাত ঘটতে পারে।
জেএন/পিআর