তুর্কি-বাংলা ফ্রেন্ডশিপ গলফ টুর্নামেন্ট আজ শনিবার চট্টগ্রামের ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
দেশের অভিজাত ক্লাব টাইগার গলফ ক্লাব ও ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে টাইগার গলফ ক্লাবের পক্ষে ৩৫ খেলোয়ার ও ভাটিয়ারী গলফ এর পক্ষে ১৬ জন খেলোয়াড় অংশ নেন।
টাইগার গলফ ক্লাবের পক্ষে ৫ পাঁচটি দেশের রাষ্ট্রদূতসহ তুর্ক, কোরিয়ান, নেদারল্যান্ড, ব্রাজিল ও ইন্দোনেশিয়াসহ ২০ জন খেলোয়াড় অংশ নেন।
বাংলাদেশ তুর্কি-বিজনেস ফোরাম আয়োজিত গলফ টুর্নামেন্ট শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ২৪ পদতিক ডিভিশনের জিওসি ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান শামীম, টাইগার গলফ ক্লাবের প্রেসিডেন্ট বাংলাদেশস্থ তুর্কির সহকারী হাই কমিশনার মিস্টার মোস্তফা ওসমান তুরান, ঢাকা ডিপ্লোমেটিক গলফ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মিস্টার জে কে লি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাইগার গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার (অব.), সালমান ইস্পাহানী ও এ কে খান গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন কাশেম খান।
জেএন/এফও/এমআর