সাদা স্কচটেপে মোড়ানো কোটি টাকার স্বর্ণ উদ্ধার করল পুলিশ

বেনাপোল সীমান্ত দিয়ে পাচারের সময় এক কেজি ১৬২ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

মঙ্গলবার (২৪ জানুয়ারি) গভীর রাতে পরিত্যক্ত অবস্থায় বেনাপোলের সাদিপুর সীমান্তের চেকপোস্ট এলাকায় সাদিপুর সড়কের ব্রিজের পাশ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো সাদা স্কচটেপে মোড়ানো ছিল। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

- Advertisement -google news follower

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভুঁইয়া জানান, গোপন খবর আসে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশে পাচারকারীরা ওই জায়গায় অবস্থান করছে।

পরে থানা পুলিশের বিশেষ একটি দল এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালায়। পাচারকারীরা পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। এ সময় তাদের কাছে থাকা স্বর্ণের বারগুলো পড়ে যায়।

- Advertisement -islamibank

তিনি জানান, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা। স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি শাখায় জমা করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM