চিটাগাং চেম্বারে কোম্পানী ভ্যালুয়েশন নিয়ে সেমিনার অনুষ্ঠিত

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই), বাংলাদেশ সেন্টার অফ এক্সিলেন্স (বিসিই)এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কোলিকডে (আইআইএমকে)’র যৌথ উদ্যোগে কোম্পানী ভ্যালুয়েশন শীর্ষক সেমিনার ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কোলিকডে’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ড. অভিলাষ শ্রীকুমার নায়ের।

- Advertisement -google news follower

চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর’র সভাপতিত্বে সেমিনারে চেম্বারের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, পরিচালকদ্বয় সাজির আহমেদ ও মোহাম্মদ নাসিরুল আলম (ফাহিম)-সহ বিভিন্ন কর্পোরেট হাউজের নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে সৈয়দ মোহাম্মদ তানভীর বলেন, যেকোন ব্যবসা সম্পর্কিত আলোচনায় কোম্পানী ভ্যালুয়েশন সর্বদাই মূল আলোচ্য বিষয়। বর্তমানে আমাদের এ অঞ্চলের প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

- Advertisement -islamibank

তিনি বলেন-বেসরকারি খাতে স্থানীয় ব্যবসাসমূহ অনেকটাই নিজ অর্থায়ন, ব্যাংক লোন অথবা পুনঃবিনিয়োগের মাধ্যমে বিকশিত হয়েছে। কিন্তু আরো বড় পরিসরে বিনিয়োগের জন্য অনেকেই পাবলিক লিস্টিং এর মাধ্যমে ক্যাপিটাল সংগ্রহে আগ্রহী হচ্ছেন। এছাড়া দেশের অবকাঠামোগত উন্নয়নের ফলে বিদেশী বিনিয়োগের আগ্রহ লক্ষ্যণীয়। বিশেষ করে আমাদের বেসরকারি খাতে মার্জার, একুইজিশন বা যৌথ উদ্যোগে বিনিয়োগের বেশ সুযোগ রয়েছে এবং এ সকল ক্ষেত্রেই প্রতিটি প্রতিষ্ঠানের যথাযথ ভ্যালুয়েশন অত্যন্ত জরুরী।

চেম্বারের প্রাক্তন সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ কোম্পানী ভ্যালুয়েশনের মত একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সেমিনার আয়োজনের জন্য চেম্বার, বিসিই এবং বিশেষ করে আইআইএমকে’র প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বেসরকারি খাতের জন্য এ জাতীয় গুরুত্বপূর্ণ সেমিনার নিয়মিত আয়োজনের আহবান জানান।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কোলিকডে’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ড. অভিলাষ শ্রীকুমার নায়ের তথ্যচিত্রের মাধ্যমে কোম্পানী ভ্যালুয়েশনের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন এবং উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ভারতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোলিকোডে সাউথইস্ট এশিয়া ও বিশ্বের অন্যতম সেরা বিজনেস স্কুল হিসেবে বিবেচিত। তথ্য ও জ্ঞান-আদান প্রদান এবং আন্তর্জাতিকমানের দক্ষতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কোলিকোডে (আইআইএমকে)’র সাথে বাংলাদেশে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) এবং বাংলাদেশ সেন্টার অফ এক্সিলেন্স (বিসিই)’র এক্সক্লুসিভ নলেজ কো-অপারেশন নামে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক গত বছর স্বাক্ষরিত হয়। এই সমঝোতার অংশ হিসেবে চিটাগাং চেম্বারে কোম্পানী ভ্যালুয়েশন শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের পূর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান উইম্যান ইউনিভার্সিটিতে দু’টি আলাদা সেশন অনুষ্ঠিত হয়।
জেএন/এফও/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM